হোম > সারা দেশ > বরিশাল

শিশুদেরও প্রবেশ ফি নিচ্ছে বরিশাল সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের গ্রিন সিটি পার্ক উদ্বোধনের পর থেকে শিশুদের জন্য ছিল উন্মুক্ত। ঈদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সীদের প্রবেশেও গুনতে হচ্ছে ১০ টাকা। ছবি: আজকের পত্রিকা

বরিশাল নগরের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ৯ বছর আগে উদ্বোধন হয় গ্রিন সিটি পার্ক। ঐতিহাসিক বেলস পার্কের পাশে এ পার্কটি চালুর পর থেকেই আট বছর পর্যন্ত সব শিশুর জন্য ছিল উন্মুক্ত। কিন্তু ঈদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সীদেরও পার্কে প্রবেশের জন্য গুনতে হচ্ছে ১০ টাকা। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

২০১৬ সালের ৩০ জানুয়ারি উদ্বোধন করা হয় গ্রিন সিটি পার্ক। এ ছাড়া আরও দুটি শিশুপার্ক রয়েছে নগরে। প্রতিটি পার্কে প্রবেশ উন্মুক্ত ছিল বছরের পর বছর। কিন্তু ঈদুল ফিতরের দিন গত ৩১ মার্চ থেকে গ্রিন সিটি পার্কে প্রবেশ ফি চালু করেছে করপোরেশন। বাস টার্মিনালের পার্কিং ফির রসিদ দিয়ে ১০ টাকা নিচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক রফিকুল আলম বলেন, শিশুবান্ধব নগরীতে শিশুদের নিয়ে এমন বাণিজ্য কাম্য নয়। করপোরেশনের টাকা কামানোর আরও অনেক পথ রয়েছে।

গত মঙ্গলবার বিকেলে পার্কটিতে গেলে মাসুদ আহমেদ নামক এক অভিভাবক বলেন, ‘ছেলেমেয়েকে নিয়ে এসে দেখি ১০ টাকা করে নিচ্ছে। অনেক পথশিশু, অসহায় শিশু এসে দাঁড়িয়ে আছে। বিশেষ করে বাস টার্মিনালের রসিদ দিয়ে শিশুদের নামে টাকা নেওয়া ঘৃণিত কাজ।’

আসমা আক্তার নামক এক গৃহিণী জানতে চান, পার্কে কি কোনো নতুন রাইড আছে? যেগুলো ছিল, তা-ও কি পর্যাপ্ত? নামমাত্র কয়েকটি রাইড, যেমন দোলনা, ঘোড়া, স্লাইডার রয়েছে। এটা তো একধরনের প্রতারণা।

এদিকে শিশুপার্কে ফি ধার্য করায় ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। হাওলাদার নান্টু নামক একজন লিখেছেন, ফ্রি পার্ক এখন চাঁদাবাজির পার্ক। সিটি করপোরেশনকে দেউলিয়া ঘোষণা করা উচিত।

বিসিসির দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এবারের ঈদের দিন হঠাৎ প্রশাসকের ইচ্ছায় শিশুপার্কে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। জেনে ব্যবস্থা নেবেন।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা