পূর্ববিরোধের জের ধরে বিধবা নারীর বাড়িতে ঢুকে হামলা ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে ঘটনাটি ঘটেছে।
ওই গ্রামের মৃত আবুল হাওলাদারের স্ত্রী শাহনাজ পারভীন (৪৫) অভিযোগ করে বলেন, এক মাস আগে তাঁর বাড়ি থেকে ১৪টি হাঁসের বাচ্চা চুরি করে নিয়ে যান মাহিলাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম হাওলাদারের মা। এ নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার নতুন করে আবার ২০টি হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ায় শাহানাজ পারভীন ও জসিমের মা-বাবার সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ইউপি সদস্য জসিম হাওলাদারকে ফোন করলে জসিম হাওলাদারের নেতৃত্বে তাঁর ভাই সুমন হাওলাদার (২৮) ও নয়ন হাওলাদার (২২) দেশীয় অস্ত্র নিয়ে ওই বিধবা নারীর বসতবাড়িতে হামলা করে ভাঙচুর চালান। এ ছাড়া সুমন হাওলাদার (২৮) তাঁর ছেলে আমিন হাওলাদারকে কুপিয়ে জখম করেন। এ সময় হামলা ঠেকাতে গেলে শাহনাজ পারভীন ও তাঁর মেয়ে ডেনি আক্তারকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শাহনাজ আরও জানান, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাঁর বাড়িতে ঢোকার সাঁকোটি ভেঙে দেয়।
হামলায় নেতৃত্ব দেওয়ার ইউপি সদস্য জসিম হাওলাদার বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর মা-বাবা ও ভাইদের সঙ্গে ঝগড়ার সংবাদ পেয়ে তিনি ওই বাড়িতে ঝগড়া ফেরাতে গিয়েছিলেন। কিন্তু তিনি কাউকে আঘাত করেননি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় গৌরনদী মডেল থানায় বুধবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগর ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।