হোম > সারা দেশ > বরিশাল

কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা 

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

নানা অনিয়মের কারণে পটুয়াখালীর দুমকীর লেবুখালি টোল প্লাজা সংলগ্ন এক ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক।

এনামুল হক জানান, বিভিন্ন অনিয়মের খবর পেয়ে ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানটি কোনো কাগজপত্রই দেখাতে পারেনি। কোনো অনুমতি ছাড়াই অপারেশন কার্যক্রম পরিচালনা করে থাকে। এমনকি জরুরি বিভাগের চিকিৎসকেরও নেই কাঙ্ক্ষিত যোগ্যতা।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির চিকিৎসকের চেম্বার ছাড়া ল্যাব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমাদের সব ডকুমেন্টসই আছে। কিন্তু যে পরিচালকের লকারে ওই কাগজপত্রগুলো আটকানো, তাঁর মেয়ে অসুস্থ থাকায় তিনি আজ বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তাই ডকুমেন্টসগুলো দেখাতে পারিনি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা সিভিল সার্জন এস এম কবির হাসান বলেন, ‘আমার একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। তাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই ব্যবস্থা নিয়েছে।’

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫