হোম > সারা দেশ > বরিশাল

কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা 

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

নানা অনিয়মের কারণে পটুয়াখালীর দুমকীর লেবুখালি টোল প্লাজা সংলগ্ন এক ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক।

এনামুল হক জানান, বিভিন্ন অনিয়মের খবর পেয়ে ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানটি কোনো কাগজপত্রই দেখাতে পারেনি। কোনো অনুমতি ছাড়াই অপারেশন কার্যক্রম পরিচালনা করে থাকে। এমনকি জরুরি বিভাগের চিকিৎসকেরও নেই কাঙ্ক্ষিত যোগ্যতা।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির চিকিৎসকের চেম্বার ছাড়া ল্যাব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমাদের সব ডকুমেন্টসই আছে। কিন্তু যে পরিচালকের লকারে ওই কাগজপত্রগুলো আটকানো, তাঁর মেয়ে অসুস্থ থাকায় তিনি আজ বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তাই ডকুমেন্টসগুলো দেখাতে পারিনি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা সিভিল সার্জন এস এম কবির হাসান বলেন, ‘আমার একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। তাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই ব্যবস্থা নিয়েছে।’

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা