নানা অনিয়মের কারণে পটুয়াখালীর দুমকীর লেবুখালি টোল প্লাজা সংলগ্ন এক ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক।
এনামুল হক জানান, বিভিন্ন অনিয়মের খবর পেয়ে ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানটি কোনো কাগজপত্রই দেখাতে পারেনি। কোনো অনুমতি ছাড়াই অপারেশন কার্যক্রম পরিচালনা করে থাকে। এমনকি জরুরি বিভাগের চিকিৎসকেরও নেই কাঙ্ক্ষিত যোগ্যতা।
ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমাদের সব ডকুমেন্টসই আছে। কিন্তু যে পরিচালকের লকারে ওই কাগজপত্রগুলো আটকানো, তাঁর মেয়ে অসুস্থ থাকায় তিনি আজ বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তাই ডকুমেন্টসগুলো দেখাতে পারিনি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা সিভিল সার্জন এস এম কবির হাসান বলেন, ‘আমার একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। তাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবেই ব্যবস্থা নিয়েছে।’