হোম > সারা দেশ > বরিশাল

কলাপাড়ায় সরকারি পাঠ্যপুস্তক বিক্রি: মাদ্রাসার সেই অধ্যক্ষকে শোকজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসার চার টন সরকারি পাঠ্যপুস্তক বিক্রি করার ঘটনায় অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিককে শোকজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন তাঁকে শোকজ করেন। পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়। তিনি উপজেলার মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার।

বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া বই বিক্রির কারণে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এদিকে মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষসহ পাঁচজনের নামে মহিপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) করেছে উপজেলা প্রশাসন।

গত ১১ ফেব্রুয়ারি ওই মাদ্রাসার চার টন পাঠ্যপুস্তক ঝালকাঠির এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। রাত ১১টার দিকে ট্রাকে এসব বই নিয়ে যাওয়ায় সময় হাতে-নাতে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। বিষয়টি নিয়ে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অধ্যক্ষের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অধ্যক্ষকে কারণ দর্শানো হয়েছে। তাঁর কাছ থেকে জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫