হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীতে অগ্নিকাণ্ডে ৯ ব্যবসাপ্রতিষ্ঠান ও ৩ বসতঘর পুড়ে ছাই 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীর চিরাপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার মধ্যরাতে বাজারের বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলীর দোকান ও বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। 

হঠাৎ মধ্যরাতে আত্মচিৎকারে ঘুম ভাঙে এলাকাবাসীর। ঘুমে থেকে জেগে দেখে আগুনের লেলিহান শিখা। 

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাতে বাজারে লাগা আগুনে কাঞ্চন আলী, পারভেজ, মনির, হাইয়ান, সুকান্ত, আলমগীর, ইসমাইলসহ কয়েকজনের নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। কাউখালী ফায়ার সার্ভিস ও রাজাপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা খালেদা খাতুন রেখাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।

কাউখালী ফায়ার স্টেশনের দায়িত্বে থাকা ইমরান হোসেন বলেন, আগুনের সংবাদ পেয়ে দ্রুত কাউখালীর তিনটি ও রাজাপুর থেকে আসা দুটিসহ মোট পাঁচটি ইউনিটের সম্মিলিত তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এরই মধ্যে নয়টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে।

ইমরান হোসেন আরও বলেন, পারভেজের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে সূত্রপাত ঘটেছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা