হোম > সারা দেশ > পিরোজপুর

মোবাইলে গেম খেলা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখরিয়া এলাকায় মোবাইলে গেম খেলা নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার দুপুর ১টার দিকে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় গুরুতর আহত সাখাওয়াত আলী হাওলাদার (৪৮) ও তাঁর ছেলে নবীন হাওলাদারকে (২০) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখরিয়া এলাকার বাসিন্দা। 

আহত সাখাওয়াত আলী হাওলাদারের ভাই মোহাম্মদ আলী জানান, স্থানীয় যুবক সিফাত, রিশাত ও সামিউলের সঙ্গে কিছুদিন আগে মোবাইলে গেম খেলা নিয়ে তার ভাইয়ের ছেলে নবীনের ঝগড়া হয়। সে কারণে আজ দুপুরে তাঁর ভাই সাখাওয়াতের দোকানে গিয়ে বসে আবার তারা ঝগড়া করে। এ নিয়ে দুপুরেই সিফাত, রিশাত, সামিউল ধারালো অস্ত্র দিয়ে তাঁর ভাই সাখাওয়াত ও ভাতিজা নবীনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। 

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রমজান আলী জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে এলে তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা