হোম > সারা দেশ > পিরোজপুর

কাউখালীতে মৃত থেকে জীবিত হয়েছেন ৯ জন, অপেক্ষায় ৩ জন 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

জীবিত থেকেও সরকারি নথিতে মৃত ছিলেন তাঁরা। দীর্ঘদিন অপেক্ষার পর এবং নির্বাচন অফিসে ধরনা দিয়ে অবশেষে মৃত থেকে জীবিত হলেন কাউখালীর ৯ জন। এ ছাড়া আরও তিনজন অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন এক নির্বাচন কর্মকর্তা। সরকারি নথিতে বেঁচে থেকেও এ রকম মৃতের তালিকায় নাম রয়েছে উপজেলার অনেক মানুষের। 

নথিতে মৃত থেকে জীবিতরা হলেন উপজেলার আশোয়া গ্রামের আনোয়ারা বেগম, জিবগাসাতুরিয়া গ্রামের ইউসুফ আলী খান, বিজয়নগর গ্রামের মোহাম্মদ মানজুরুল ইসলাম, একই গ্রামের হ‍্যাপী বেগম, কেউন্দিয়া গ্রামের ফারজানা আক্তার, একই গ্রামের ফরিদা বেগম ও মনজুরা, লাংগুলি গ্রামের তাহেরা বেগম, সুবিদপুর গ্রামের কনিকা রানী বিশ্বাস। বাকিরাও আবেদন করেছেন, দ্রুত সময়ের মধ্যে ভোটার হতে পারবেন। 

জানা যায়, জীবিত বেশির ভাগ মানুষের নাম নেই ভোটার তালিকায়। ফলে চাইলেও তাঁরা কোনো নির্বাচনে ভোট দিতে পারেন না। বঞ্চিত হয়েছেন সব নাগরিক সুবিধা থেকেও। এমনকি জমি ক্রয়-বিক্রয়ের মতো কাজ থেকেও বঞ্চিত তাঁরা। ২০০৯ সালে ভোটার তালিকা হালনাগাদের পর থেকে তাঁদের এই বিপত্তি শুরু হয়। স্মার্টকার্ড আনতে গিয়ে জানতে পারেন, ইউনিয়ন পরিষদের মৃতের তালিকায় তাঁদের নাম নিবন্ধিত হয়েছে, যার কারণে তাঁদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি। 

এ নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদগুলোর দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে জীবিত হওয়ার জন্য তাঁদের অনেক সময় পার করতে হয়েছে। সব শর্ত পূরণ করে নতুন করে ভোটার হওয়ার জন্য আবেদনও করতে হয়েছে তাঁদের। অবশেষে নতুন করে ভোটার তালিকায় ভোটার হওয়ার মধ্য দিয়ে মৃত থেকে জীবিত হতে পেরে উল্লসিত ভুক্তভোগীরা। 

মৃত্যু থেকে জীবিত হওয়া ব্যক্তিদের সম্পর্কে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য সংগ্রহ করতে না পারা এবং একই নামে এলাকার কেউ মৃত্যুবরণের পর ইউনিয়ন পরিষদের সঠিকভাবে তথ্য অন্তর্ভুক্ত করতে না পারার কারণে এ সব সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এজাতীয় অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে। নতুন করে আর কাউকে হয়রানি হতে হবে না। 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা