হোম > সারা দেশ > পটুয়াখালী

এহসান গ্রুপের টাকা আত্মসাৎ: হাফিজুর রহমান কুয়াকাটার জামিন শুনানি ২৪ জুলাই

পিরোজপুর প্রতিনিধি

এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় হাফিজুর রহমান কুয়াকাটার জামিন শুনানি আগামী ২৪ জুলাই ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত এই দিন ধার্য করেন।

উচ্চ আদালত থেকে নেওয়া ৪২ দিনের আগাম জামিন আগামী ২১ জুলাই শেষ হচ্ছে। এ জন্য তিনি আজ পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির হন।

পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় চারটি মামলায় হাফিজুর রহমানকে আসামি করা হয়েছে। উচ্চ আদালত থেকে নেওয়া ৪২ দিনের আগাম জামিন আগামী ২১ জুলাই শেষ হচ্ছে। এ জন্য তিনি আজ আদালতে স্বেচ্ছায় হাজির হন। এ সময় আদালত তাঁর জামিন শুনানি ২৪ জুলাই ধার্য করেন।

উল্লেখ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসানসহ তাঁর ভাইয়েরা জেলহাজতে রয়েছেন। রাগিব আহসান ও তাঁর সঙ্গীদের নামে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রতারণার মাধ্যমে ১০১ কোটি ৪৫ লাখ টাকা স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। 

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল