হোম > সারা দেশ > পিরোজপুর

নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল-মামুন (২২) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শৈলদাহ নামক স্থানে এ ঘটনা ঘটে। 

 ঢাকাগামী ওয়েলকাম পরিবহন

নিহত আব্দুল্লাহ আল-মামুন নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন খান। 

জানা গেছে, দুপুর ১টার দিকে মামুন তাঁর নিজের মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামে একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জিনাত তাসনীম জানান, তাঁর মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এতে তাঁর মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে নাজিরপুর থানার কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার স্থানটি এখনো শনাক্ত হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা