হোম > সারা দেশ > বরিশাল

রাজধানীর সংঘর্ষের প্রভাব: বরিশালে হরতাল নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাজধানীতে আজ শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষে বরিশালে দিনভর ছিল উদ্বেগ উৎকণ্ঠা। সদর আসনের চারবারের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের আহত হওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিকেলে বিএনপি আগামীকাল রোববার হরতাল ঘোষণা দেওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর নগরে টহল দিয়েছে পুলিশ। নগরীর দুটি টার্মিনালের বাস মালিক সমিতি আগামীকাল বাস চালানোর ঘোষণা দিয়েছে।

এদিকে গৌরনদীর বাটাজোরে বিএনপি নেতা আজাদ মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মীদের বিরুদ্ধে।

মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম মোবাইল ফোনে আজ রাতে জানান, রাজধানীতে সংঘর্ষে গুলিবিদ্ধ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা বাপ্পি ও শ্রমিক দলের মানিকের অবস্থা আশঙ্কাজন। তাঁরা ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। মহানগরের সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, মজিবর রহমান সরোয়ার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আগামীকাল হরতাল পালনের বিষয়ে মহানগরের সদস্যসচিব মীর জাহিদ বলেন, ‘দলের নেতা–কর্মীদের বেশির ভাগ রাজধানীতে রয়েছেন। গ্রেপ্তার ও আহতের সংখ্যা অনেক। বরিশালের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবেন।’

বিভাগের অপর ৫ জেলার রুটগুলোর বাস চলাচল করে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে। এই টার্মিনালভিত্তিক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি সুলতান মোল্লা জানান, আগামীকাল তাঁরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকেরা টার্মিনাল পাহারায় থাকবেন।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহদত হোসেন লিটন জানান, সন্ধ্যার পর মালিক সমিতির সঙ্গে বৈঠক করে আগামীকাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বিএনপি কর্মী সানাউল মৃধা জানান, বাটাজোর বাজারে তাঁর বড় ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ মৃধার রেডিমেড পোশাক বিক্রির দোকান রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪-১৫ জন যুবলীগ কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ দোকানে এসে লুটপাট ও কর্মচারীদের বের করে দোকানে তালা মেরে দেন। বিএনপি নেতা আজাদ মৃধা দলীয় কর্মসূচিতে রাজধানীতে রয়েছেন।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদক রিমন তালুকদার কালু এই হামলার নেতৃত্ব দেন বলে দাবি করেছেন সানাউল মৃধা।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা