হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্তসহ ৯ জনের মৃত্যু

প্রতিনিধি, বরিশাল

গত ২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল, করোনা লক্ষণ নিয়ে ৬ জন ছিলেন আইসোলেশন ওয়ার্ডে। সবার করোনা পরীক্ষার নমুনা আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার হাসপাতাল থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ২৮ জন রোগী ভর্তি হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র ১০ জনকে। বর্তমানে হাসপাতালটির আইসোলেশন ও করোনা ওয়ার্ড মিলে চিকিৎসাধীন রয়েছেন ১৬১ জন। যাদের মধ্যে ৩৯ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত বছর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৩ হাজার ৭০১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ হাজার ১০৩ জন। মোট রোগীর মধ্যে ৩ হাজার ৪ জন রোগী এ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৯০৬ জন।

এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫৭ জন করোনা ওয়ার্ডে ও ৩৭৯ জন আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। পরীক্ষার জন্য ল্যাবে রয়েছে মৃত্যুবরণকারী ২১ জনের নমুনা। সব মিলে হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৫৩৬ জনের।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫