পটুয়াখালীর গলাচিপায় পানপট্টি ইউনিয়নে ৫ নম্বর ভোট কেন্দ্রের কাজিকাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম মেশিন ও ইলিকট্রনিক্স ব্যালটের ডিভাইস ছিনতাই করে নিয়েছে দুই মেম্বার প্রার্থীর সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। ভোট গণনার পর ফলাফল প্রকাশের পরপরই এ ঘটনাটি ঘটেছে।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এবং ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মো. সরোয়ার হাসান এসব তথ্য নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাই হওয়া ইভিএম মেশিন ও ইলেকট্রনিক ব্যালটের ৮টি ডিভাইস উদ্ধার হয়নি।
এ প্রসঙ্গে ৫ নম্বর ওয়ার্ড পরকাজি কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রিজাইডিং অফিসার বলেন, ভোট গণনা ও ফলাফল প্রকাশের পর আমরা সব গুছিয়ে গাড়িতে উঠব তখন সাধারণ সদস্য ফুটবল এবং মোরগ মার্কার সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে ইভিএম মেশিনের একটি বাক্স ছিনতাই করে নিয়ে যায়। একটি বাক্সর মধ্যে ৮টি ইলেকট্রনিক ব্যালটের ডিভাইস থাকে।
এ বিষয় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এখন পর্যন্ত ছিনতাই হওয়া সরঞ্জামাদি উদ্ধার হয়নি। উদ্ধারের জন্য জোর অভিযান চলছে।