হোম > সারা দেশ > পিরোজপুর

সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি, পরদিন ডোবায় মিলল লাশ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় একটি ডোবা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

পরিবারের সদস্যদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিককে হত্যা করা হয়েছে। 

ফেরদৌস শেখ অনিকের (১৫) বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মেঘপাল এলাকায়। 

নিহতের মামা মামুন শেখ জানান, অনিক তাঁর বাড়ি পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় থেকে অটোরিকশা চালাতো। গতকাল সোমবার সকালে ভাড়ায়চালিত একটি অটোরিকশা নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়িতে ফিরে যায়নি। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিলেও অনিকের সন্ধান না পেয়ে পিরোজপুর হাসপাতালে ও নাজিরপুর হাসপাতালে খুঁজতে থাকেন। 

পরে ঝনঝনিয়া এলাকায় একটি লাশ পাওয়া গেছে এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে অনিকের লাশ শনাক্ত করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করার জন্যই অনিককে হত্যার পর লাশ ফেলে রেখে হত্যাকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। 

পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম