হোম > সারা দেশ > ভোলা

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় পথচারীর মৃত্যু

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় মো. খোরশেদ মোল্লা (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের আবুল মিয়া বাজার (মুচির পুল) এলাকার ভোলা-চরফ্যাশন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত খোরশেদ মোল্লা বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে স্থানীয় রিয়াজ উদ্দিন ও মো. ইউসুফ জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী বাস আবুল মিয়ার বাজার (মুচির পুল) এলাকায় ব্রিজের পাশে বিকল্প সড়ক দিয়ে ওঠার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় এক পথচারীকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়। পরে একটি দোকান ভেঙে বাসটির অর্ধেক অংশ খালে পড়ে যায়। এতে বাসের প্রায় ১৫-২০ জন যাত্রী আহত হন। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনায় খোরশেদ নামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মহিবুল্লাহ (৩০) ও হানিফ (৪০) নামে দুজন গুরুতর আহত হওয়ায় তাঁদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত খোরশেদ মোল্লার মরদেহ উদ্ধার এবং যাত্রীবাহী বাসটিকে জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন