হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় রাতে বাড়ি ফেরার পথে যুবককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে মারধর করে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল বশার গত মঙ্গলবার রাতে বহরমপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ আদমপুর রাস্তায় কিছু যুবক তাঁকে মারধর করে চেইন, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এলাকার লোকজন তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দশমিনা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

আবুল বশার বলেন, ‘আমি বাজার করে বাড়ি ফিরছিলাম। পথে দক্ষিণ আদমপুর এলাকায় জিহাদ হাওলার, তরিকুল ইসলাম, রাকিব, সাইফুল আমাকে মারধর করে গলায় থাকা স্বর্ণের চেইন, নগদ ৪৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আমি ন্যায়বিচারের জন্য থানায় অভিযোগ দায়ের করি।’

এ বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল বশারের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর