হোম > সারা দেশ > বরিশাল

ভোটকেন্দ্র দখল, জাতীয় পার্টির নেতা টিপু কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গোলাম কিবরিয়া টিপু। ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্র দখলের মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বরিশাল–৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার তিনি বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তানভীর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

আদালতের জিআরও খাদিজা বেগম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ নভেম্বর জেলার বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে সাবেক এমপি টিপুসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

জিআরও খাদিজা বেগম জানান, আজ মামলার আসামি হিসেবে সাবেক এমপি টিপু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। আদালত আগামী ১০ ডিসেম্বর জামিন ও রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

এদিকে বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর আত্মসমর্পণের খবর পেয়ে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে