হোম > সারা দেশ > বরিশাল

ভোটকেন্দ্র দখল, জাতীয় পার্টির নেতা টিপু কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গোলাম কিবরিয়া টিপু। ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্র দখলের মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বরিশাল–৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার তিনি বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তানভীর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

আদালতের জিআরও খাদিজা বেগম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ নভেম্বর জেলার বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে সাবেক এমপি টিপুসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

জিআরও খাদিজা বেগম জানান, আজ মামলার আসামি হিসেবে সাবেক এমপি টিপু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। আদালত আগামী ১০ ডিসেম্বর জামিন ও রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

এদিকে বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর আত্মসমর্পণের খবর পেয়ে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা