হোম > সারা দেশ > ঝালকাঠি

পাথর না দিয়ে কেবল বালু-পিচে রাস্তা সংস্কার, রুখে দিল স্থানীয়রা

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠির রাজাপুর উপজেলার পটুয়াখালী (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারে পাথরের পরিবর্তে লাল বালু (সিলেট স্যান্ড) ব্যবহার করার অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির রাজাপুর উপজেলার পটুয়াখালী (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের বিরুদ্ধে। পাথরের পরিবর্তে লাল বালু (সিলেট স্যান্ড) ব্যবহার করায় স্থানীয়রা কাজে বাধা দিয়ে তা বন্ধ করে দিয়েছে।

সংস্কারকাজ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি সংস্কারের জন্য সরকারিভাবে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়। নকশা অনুযায়ী, ছয় মিলিমিটার পাথর ও পিচ ঢালাই দিয়ে রাস্তা সংস্কারের কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার পাথরের পরিবর্তে শুধু লাল বালু ও পিচ মিশিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসার পর এলাকাবাসী একত্রিত হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কাজ বন্ধ করে দেয়।

স্থানীয়রা জানান, সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ চালিয়ে অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী পাথর ব্যবহার না করলে কাজ চালু করতে দেওয়া হবে না।

ঝালকাঠির রাজাপুর উপজেলার পটুয়াখালী (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারে পাথরের পরিবর্তে লাল বালু (সিলেট স্যান্ড) ব্যবহার করার অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

রাস্তার সংস্কারে পাথরের পরিবর্তে লাল বালু ব্যবহারের কথা অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের মালিক মো. রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পাথরের সাইজ ছোট হওয়ায় এলাকাবাসী আপত্তি জানায়। পরে তাদের পছন্দ অনুযায়ী পাথর এনে রাস্তার কাজ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, যদি কোনোখানে কাজের সমস্যা হয়ে থাকে তা পুনরায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক দিয়ে ঠিক করিয়ে নেওয়া হবে।

ঝালকাঠির রাজাপুর উপজেলার পটুয়াখালী (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কারে পাথরের পরিবর্তে লাল বালু (সিলেট স্যান্ড) ব্যবহার করার অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

এদিকে, ঝালকাঠি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খানের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ