হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে জেলা পরিষদ নির্বাচনে সমান ভোট পেয়েছেন ২ সদস্য প্রার্থী

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাউফল উপজেলা কেন্দ্রে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। সমান ভোট পাওয়া দুই সদস্য প্রার্থী হলেন তালা প্রতীকের মো. জসিম ফরাজী এবং অটোরিকশা প্রতীকের শাহজাহান সিরাজ। তাঁরা দুজনই ১০৪ ভোট পেয়েছেন।

আজ সোমবার ভোট গ্রহণ শেষে এ তথ্য নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. কামরুল হাসান।

জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার ২০৯ জন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাপক নিরাপত্তা দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ভোট গ্রহণ চলে। এর মধ্যে তালা প্রতীক মো. জসিম ফরাজী ১০৪ ও অটোরিকশা প্রতীক শাহজাহান সিরাজ ১০৪ ভোট পেয়েছেন। বাকি ১ ভোট বাতিল হওয়ায় দুই প্রার্থীর সমতা হয়েছে।

অপর দিকে নারী সংরক্ষিত বাউফল-দশমিনা উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে কামরুন নাহার প্রতিপক্ষ পসরা রানীকে ১৬ ভোটে হারিয়ে জয়ী হন।

প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ‘যেহেতু রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়। তাই তাঁর কাছে ফলাফল হস্তান্তর করার পড় তিনিই সিদ্ধান্ত নেবেন।’

এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘যেহেতু দুই সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছেন, তাই তাঁদের উপস্থিতিতে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।’ 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা