হোম > সারা দেশ > বরিশাল

তথ্যমন্ত্রীর উপহারের রিকশা পেলেন মা হারা দুই শিশুর বাবা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রনি সিকদার ফিরোজ তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের উপহারের রিকশা পেয়েছেন। আজ বুধবার বিকেলে রনিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে নতুন রিকশা উপহারসহ নগদ কিছু টাকাও দেওয়া হয়।

প্রায় ১৮ মাস ধরে মা হারা শিশু মরিয়ম ও নুরকে ঘরে তালাবদ্ধ রেখে ভাড়ায় রিকশা চালাতেন রনি। মাঝেমধ্যে সন্তানদের নিয়ে রিকশায় ঘুরতেনও। রিকশায় বসা দুই শিশুসন্তান আর চালকের আসনে বাবা—এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়লে বিষয়টি তথ্যমন্ত্রীর নজরে আসে। পরে মন্ত্রী তাঁর জন্য একটি নতুন রিকশা উপহার হিসেবে পাঠান।

আজ বুধবার বিকেলে নবনির্বাচিত মেয়রের নির্বাচনী কার্যালয়ের সামনে তথ্যমন্ত্রীর উপহারের নতুন রিকশার চাবি রনির হাতে তুলে দেন আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হক। এ সময় তিনি বলেন, অসহায় রনি যে তাঁর দুই সন্তানকে রিকশায় নিয়ে ঘুরছেন—এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে তথ্যমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে বরিশালে খোঁজখবর নেন। তিনি রনির জন্য একটি নতুন রিকশা এবং পাঁচ হাজার টাকা দিয়েছেন। তথ্যমন্ত্রীর এমন মহানুভবতায় বরিশালবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হয়েও বরিশালের একজন অসহায় রিকশাচালক এবং তাঁর সন্তানের পাশে দাঁড়িয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রনি সিকদার ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, তিনি মা-হারা দুই সন্তানকে নিয়ে খুবই কষ্টে ছিলেন। তথ্যমন্ত্রীর উপহার রিকশার মাধ্যমে তাঁর জীবিকা অর্জনের পথ সৃষ্টি হলো। এটি ভাড়া দিয়ে অর্থ উপার্জন করবেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ ডিসেম্বর আত্মহত্যা করেন রনি সিকদার ফিরোজের স্ত্রী মারজান। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা মামলায় চার মাস ১৮ দিন কারাবন্দীও ছিলেন রনি। পরবর্তী সময়ে প্ররোচনায় সম্পৃক্ত না থাকার প্রমাণ মেলায় খালাস পান তিনি।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম