হোম > সারা দেশ > ভোলা

ভোলায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২

ভোলা প্রতিনিধি

ভোলায় সড়ক দুর্ঘটনায় মো. আরিফুল ইসলাম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা দুই সহপাঠী। আজ বৃহস্পতিবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ঘুইংগার হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দাড়িয়াল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। আহত দুই সহপাঠী হলেন, মঞ্জুরুল ইসলাম হাসিব (১৮) ও এমরান হোসেন (১৯)। তাঁরা ভোলা সদর উপজেলা দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। তাঁদের তিনজনের ভোলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আরিফ ও তার দুই সহপাঠী মোটরসাইকেল নিয়ে খাসের হাট বাজার এলাকায় প্রাইভেট পড়তে যান। প্রাইভেট পড়তে গিয়ে তারা জানতে পারে, আজকে তাদের প্রাইভেট বন্ধ। তাই তিন সহপাঠী ওই মোটরসাইকেল দিয়ে খাসের হাট এলাকা থেকে ঘুইংগার হাট বাজার এলাকায় ঘুরতে যান। তখন আরিফ নিজেই মোটরসাইকেলটি চালিয়েছিল। ঘুইংগার হাট বাজার এলাকায় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় থাকা গতিরোধকের (স্পিড ব্রেকার) সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী আরিফ নিহত হয়। পরে স্থানীয়রা আরিফের মরদেহসহ আহত দুই সহপাঠীকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। 

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের পরিদর্শক এস আই শেখ ফরিদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আরিফের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুই সহপাঠী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ