হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপির সমাবেশ শুরু, নেতা-কর্মীদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অতিথিরা মঞ্চে পৌঁছান। সমাবেশে প্রথমে স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। সমাবেশস্থল জিলা স্কুল মাঠ এরই মধ্যে নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে গেছে। বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল ভেন্যুতে সমাবেশস্থল পৌঁছায়। তবে সমাবেশ শুরুর পর মঞ্চের সামনে নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি হয়। 

বিএনপির সমাবেশ মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান ছাড়াও প্রধান বক্তা দলটির সহসভাপতি ব্যারিস্টার শাজাহান ওমর। এ ছাড়া বিশেষ অতিথি বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ এই অঞ্চলের শীর্ষ নেতারা মঞ্চে পৌঁছে গেছেন। সমাবেশের সভাপতিত্ব করছেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। 

সমাবেশ চলাকালে বিকেল ৩টার দিকে মঞ্চের সামনে নেতা-কর্মীদের দুটি পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পরেন। দফায় দফায় এ সংঘাতে সমাবেশ কিছুটা ছন্দপতন হয়। 

এদিকে দূর দুরন্ত থেকে আসা নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, নানাভাবে বাধার সম্মুখীন হয়েছেন তাঁরা। নদী পথে অনেক নেতা-কর্মীই ট্রলারে এসেছেন।

নলছিটি থেকে আসা মো. রফিকুল ইসলাম মাঝি বলেন, ‘তিনি নেতা-কর্মীদের সঙ্গে এসেছেন। দুর্বিষহ জীবন থেকে মুক্তি চাই।’ মেহেন্দীগঞ্জ থেকে আসা বিএনপি নেতা শাজাহান মিয়া বলেন, ‘তারা ২০টি নৌকায় করে সমাবেশে এসেছেন।

বিকেল সোয়া ৩টা নাগাদ সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে যায়।’ 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ