হোম > সারা দেশ > বরিশাল

শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষক গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবারের ওই ঘটনায় আজ রোববার থানায় মামলা করার পর ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

অভিযুক্ত শিক্ষক মোফাজ্জেল হোসেন উপজেলার সুন্দরদী এলাকার একটি মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক। তিনি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ডুমরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ওই শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে সুন্দরদী এলাকার একটি পানবরজে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় মোফাজ্জেল। এ সময় লোকজন টের পেয়ে গেলে ভয়ভীতি দেখিয়ে শিশুকে বাড়ি পাঠিয়ে দেন তিনি।। পরে বাড়ি গিয়ে শিশুটি স্বজনদের ঘটনা জানালে আজ মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেদোয়ান জানান, এ ঘটনায় আজ রোববার সকালে মামলা করার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত নেছারাবাদের নদীতীরের গ্রামগুলো

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ