অতিরিক্ত দাম নেওয়া, অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার মজুতের দায়ে বরিশালের ৭ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজ শনিবার দিনভর নগরীতে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। তাঁরা নগরীর নগরীর বিএম কলেজ রোড, সদর রোড এবং বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৭ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে হোটেল সেডোনার বাফেট নামে একটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নগরীর বৈদ্যপাড়া এলাকার মুদি, কনফেকশনারি ও ফার্মেসিসহ আরও ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।