দৌলতখান উপজেলায় দলিল উদ্দীন খায়ের হাটে ট্রাকচাপায় মাওলানা আবুল খায়ের (৩৭) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা আবুল খায়ের বোরহানউদ্দীন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া ৪ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির ক্বারি শামসল হক মিয়ার ছেলে। দৌলতখান উপজেলার চরপাতা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন তিনি। তাঁর স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খায়ের বোরহানউদ্দীন বাসা থেকে মোটরসাইকেলযোগে মাদ্রাসার উদ্দেশে রওনা দেন। দলিল উদ্দিন খায়ের হাট ক্লিনিক-সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত খায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।