হোম > সারা দেশ > বরিশাল

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মিরাজ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের দক্ষিণ সোনাখালী গ্রামের রক্ষাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের বাদল হাওলাদারের ছেলে। এ ঘটনায় মিরাজ হোসেনের ভাইয়ের ছেলে বেল্লাল হোসেন (২০) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিরাজ সৌদি থেকে কয়েক মাস আগে দেশে এসেছেন। বুধবার সন্ধ্যার পর ভাতিজা বেল্লাল হোসেনকে নিয়ে মিরাজ হোসেন সাপলেজা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় রক্ষাতলা এলাকায় বালু ড্রেজিংয়ের জন্য প্রধান সড়কের ওপর বসানো পাইপে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়েন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হক জানান, মিরাজকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর মাথায় ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, নিহতের ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর