হোম > সারা দেশ > বরিশাল

মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মিরাজ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের দক্ষিণ সোনাখালী গ্রামের রক্ষাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের বাদল হাওলাদারের ছেলে। এ ঘটনায় মিরাজ হোসেনের ভাইয়ের ছেলে বেল্লাল হোসেন (২০) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিরাজ সৌদি থেকে কয়েক মাস আগে দেশে এসেছেন। বুধবার সন্ধ্যার পর ভাতিজা বেল্লাল হোসেনকে নিয়ে মিরাজ হোসেন সাপলেজা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় রক্ষাতলা এলাকায় বালু ড্রেজিংয়ের জন্য প্রধান সড়কের ওপর বসানো পাইপে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে ছিটকে পড়েন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসিবুল হক জানান, মিরাজকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর মাথায় ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, নিহতের ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা