হোম > সারা দেশ > বরিশাল

মেয়েকে না পেয়ে কলেজছাত্রের বাড়ি ভাঙচুরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

বরিশালের মুলাদীতে মেয়েকে না পেয়ে এক কলেজছাত্রের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। উপজেলার কাজিরচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনিচ ঘরামী লোকজন নিয়ে ডিক্রীরচর গ্রামের মৃত বাচ্চু মৃধার ছেলে জিহাদ মৃধার বাড়িতে হামলা ও ভাঙচুর করেন। সোমবার দুপুরে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

৮ মে থেকে আনিচ ঘরামী তাঁর মেয়েকে পাচ্ছেন না বলে দাবি করেছেন। তাঁর ধারণা, জিহাদ মৃধা কলেজপড়ুয়া মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গেছেন। তবে ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে করে ছেলে এলাকা ছেড়েছেন বলে দাবি করেছেন জিহাদের মা আয়শা বেগম।

আয়শা বেগম জানান, ছেলে বাড়িতে না থাকায় ঘর তালাবদ্ধ করে তিনি বেড়াতে যান। সোমবার দুপুরে আনিচ ঘরামী কয়েকজন লোক নিয়ে ঘরের তালা ভেঙে মালামাল ভাঙচুর করেন। এ সময় আনিচ ঘরামীর বিভিন্ন আসবাব, জমির দলিলসহ কাগজপত্র পুড়িয়ে দেন। তাঁর ভয়ে বাড়ির কেউ বাধা দিতে সাহস পাননি।

আয়শা বেগম আরও জানান, তাঁর ছেলে জিহাদ আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। একই কলেজে পড়ার সুবাদে আনিচ ঘরামীর মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় তাঁর। ওই সম্পর্কে আনিচ ঘরামী ও তাঁর লোকজন বাধা দেওয়ায় মেয়েটি ৮ মে জিহাদের সঙ্গে গোপনে বিয়ে করে চট্টগ্রাম চলে গেছেন।

এ ব্যাপারে আনিচ ঘরামী হামলা ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, জিহাদ মৃধা জোরপূর্বক ওই মেয়েকে তুলে নিয়ে গেছেন। মেয়েকে খুঁজতে ওই বাড়িতে লোকজন গিয়েছিল। সেখানে কোনো ভাঙচুর কিংবা কাগজপত্র পোড়ানোর ঘটনা ঘটেনি।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি