হোম > সারা দেশ > বরিশাল

জবি ছাত্রী অবন্তিকার মৃত্যু: দায়ীদের শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত শেষে দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নগরীর অশ্বিনীকুমার টাউন হলের সামনে আজ রোববার দুপুরে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বক্তারা প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন এবং নিপীড়নবিরোধী সংস্কৃতি নিশ্চিতের দাবি জানান।

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ববি শিক্ষার্থী সিরাজুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ববি সদস্য অনিকা সিথি, ভূমিকা সরকার, মৃত্যুঞ্জয় রায়, জেলা শাখার সংগঠক রাকিব মাহমুদ প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন মানবিক মানুষ তৈরি করা। সেখানে শিক্ষার্থীরাই যদি নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়, তাহলে বুঝতে হবে বিশ্ববিদ্যালয় তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। এ খুনের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না কোনোভাবেই।

বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে এই খুনের সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে, অন্যথায় শিক্ষার্থীরা হাত পা গুটিয়ে বসে থাকবে না।

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’