হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে শ্রমিকদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরে ফরচুন সুজ কারখানায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের ওপর গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার নগরীর অশ্বিনীকুমার হলের সামনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

ওই ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে গুলিবিদ্ধ চার শ্রমিকের সুচিকিৎসা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয়। 

সমাবেশে বক্তারা বলেন, দুই মাস ধরে বেতন না পাওয়া ফরচুন সুজ কারখানার শ্রমিকেরা যখন তাঁদের পাওনা মজুরির দাবিতে আন্দোলনে নেমেছিলেন; তখন মালিকপক্ষ শ্রমিকদের আন্দোলন থেকে সরিয়ে দিতে আনসার দিয়ে হামলা চালান। একপর্যায়ে শ্রমিকদের ওপর গুলি চালিয়ে চারজনকে গুলিবিদ্ধ করা হয়। ফরচুন সুজে শ্রমিক নিপীড়নের সুষ্ঠু বিচার এবং শ্রমিকদের ন্যায্য পাওয়া বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। তা না হলে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বরিশালের ছাত্রসমাজও আওয়াজ তুলবে বলে জানানো হয়। 

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন। জেলা সংগঠক সুজাতা রহমান এতে সঞ্চালনা করেন। 

সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি এ কে আজাদ, করাতকল শ্রমিক ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সিবাত আহমেদ, সদস্য ভূমিকা সরকার, এডিসন বৈদ্য ও ব্রজমোহন (বিএম) কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক তন্ময় মিত্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুল ইসলাম প্রমুখ। 

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরচুন সুজ কোম্পানিতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলিবর্ষণ করে আনসার সদস্যরা। এতে চার শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা