হোম > সারা দেশ > বরিশাল

নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশের হাট, টর্চের আলোতে চলে কেনাবেচা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

সারা দেশে ইলিশ ধরার ওপরে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর মধ্যেই বরিশালের মুলাদীতে টর্চের আলোতে বিক্রি করা হচ্ছে ইলিশ। উপজেলার জয়ন্তী নদীর তীরবর্তী ভেদুরিয়া, ব্যাপারীর হাট, সীমান্তবর্তী হিজলার আবুপুর এলাকায় রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন জেলেরা। কম দামের আশায় সাধারণ মানুষও ইলিশ কিনতে আসছেন। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভেদুরিয়া ও হিজলার আবুপুর এলাকায় ইলিশের হাট দেখা গেছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব হাটে ইলিশ বেচাকেনা চলে বলে জানান স্থানীয়রা। 

উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলছেন, জেল, জরিমানা দিয়েও ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না। 

২ অক্টোবর থেকে ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ইলিশ রক্ষায় জেলেদের প্রণোদনা দেওয়া হয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ ধরছেন। 

কেউ কেউ ফ্রিজে ইলিশ সংরক্ষণ করছেন। যেসব জেলের সংরক্ষণের ব্যবস্থা নেই, তাঁরা রাতে হাট বসিয়ে ইলিশ বিক্রি করছেন। 

ভেদুরিয়া গ্রামের আব্দুল মান্নান জানান, প্রতিদিনই ভেদুরিয়া ও আবুপুর খেয়াঘাটে ইলিশের হাট বসে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলেরা ইলিশ বেচাকেনা করেন। কম দামের আশায় সাধারণ মানুষ এসব জায়গায় ইলিশ কিনতে আসেন। মাঝেমধ্যে পুলিশ ও প্রশাসন আসলে দালালদের মাধ্যমে আগেই খবর পেয়ে দ্রুত গা ঢাকা দেন জেলেরা। 

উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন বলেন, প্রতিদিন আড়িয়ারখাঁ ও জয়ন্তী নদীতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ১৫ জেলেকে জেল এবং বেশ কিছু জেলেকে জরিমানা করা হয়েছে। 

এরপরও জেলেরা আইন অমান্য করে নদীতে ইলিশ শিকারের চেষ্টা করছেন। জেলেদের থামাতে থানা ও নৌ পুলিশের সহায়তায় নদীতে অভিযান বাড়ানো হবে।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা