হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে সরকারি বইসহ আটক ১

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

জব্দ করা বই। ছবি: আজকের পত্রিকা

বরিশালের মুলাদী-রহমতপুর মহাসড়কের মীরগঞ্জ ফেরিঘাটে সরকারি নতুন বইসহ একজনকে আটক করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। শুক্রবার (২ মে) বেলা ৩টার দিকে গোয়েন্দাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ বইসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটক ব্যক্তির নাম আব্দুর রহমান কাজি। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের বালিগ্রামের আলী আকবর কাজির ছেলে। তিনি মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে বইগুলো কিনেছেন বলে দাবি করেন। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রহমান কাজি জানান, মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মো. শফিক মাহমুদ বইগুলো বিক্রি করেছেন। তবে শফিক মাহমুদ বই বিক্রির কথা অস্বীকার করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, শুক্রবার গুদাম থেকে কাউকে বই বিতরণ করা হয় না। নৈশপ্রহরী শফিক মাহমুদ দুদিনের ছুটিতে রয়েছেন। কীভাবে গুদাম থেকে বই বের হয়েছে, বিষয়টি তদন্ত করে বলা যাবে।

বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, সরকারি বইসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ