হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবি চুরি করতে এসে হত্যা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম হাসি রানি ঘড়ামী (৫৫)। নিহত হাসি রানি ঘড়ামী একই এলাকার সত্যেন্দ্রনাথ ঘড়ামীর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার রাতে পিরোজপুর শহরের উত্তর শিকারপুর (ঢাকুয়া বাড়ী) এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, চুরি করতে এসে দুর্বৃত্তরা হাসিকে হত্যার পরে স্বার্ণালংকার লুটে নিয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।  

নিহতের স্বামী সত্যেন্দ্রনাথ ঘড়ামী জানান, সন্ধ্যায় তাঁর স্ত্রী ঘরে একা ছিলেন। তিনি তখন মন্দিরে ছিলেন। তাঁদের বাড়ির গৃহকর্মী নমীতা রানি ডাকুয়া ঘরে এসে দেখতে পান তাঁদের ঘরের মূল দরজা খোলা। এ সময় তিনি তাঁর স্ত্রীকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে খুঁজতে গিয়ে তাঁদের একটি বাথরুমের দরজা খুলে দেখেন তাঁর স্ত্রীর গলায় কাপড় প্যাঁচানো মেঝেতে পড়ে আছে। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে হাসিকে মৃত অবস্থায় বাথরুমে পড়ে থাকতে দেখে। এ সময় তাঁর গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিল না। চুরি করতে এসে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে গলার স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।

নমীতা রানি ডাকুয়া জানান, ‘বাসার মূল দরজা খোলা পেয়ে ভেতরে গিয়ে অনেক ডাকাডাকি করি। কিন্তু কোনো শব্দ না পেয়ে সব রুম খুঁজে পরে বাথরুমে গিয়ে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। চিৎকার দিয়ে সবাইকে ডাকলে অন্যরা এসে তাঁকে বাথরুম থেকে রুমে আনে। বাথরুমের ছিটকিনি বাইরে থেকে দেওয়া ছিল। তাঁর গলায় একটা কাপড় প্যাঁচানো ছিল এবং কানের গয়না ও গলার চেইন সঙ্গে ছিল না।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ