হোম > সারা দেশ > পটুয়াখালী

রাঙ্গাবালীতে আ.লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

চতুর্থ ধাপে হতে যাওয়া ইউপি নির্বাচনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিন ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী পাঁচ চেয়ারম্যান পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই নোটিশ দেওয়া হয়।

দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর এই চিঠি যাদের দেওয়া হয়েছে তাঁরা হলেন—রাঙ্গাবালী ইউপির চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান হাওলাদার, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ছোট বাইশদিয়া ইউপির প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেনজির আহম্মেদ (বাচ্চু) ও চরমোন্তাজ ইউপির প্রার্থী চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম মোল্লা। 

পাঁচজনকে দেওয়া পৃথক  চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগ রয়েছে, যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। চিঠিতে বলা হয়, গঠনতন্ত্র ৪৭ (১১) ধারা মোতাবেক কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো। অন্যথায় গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ বলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের মাধ্যমে বিদ্রোহী পাঁচ প্রার্থীর কাছে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। 

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর