হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিনের মাঠে নেই প্রচার-প্রচারণা, নৌকা পেতে ঢাকায় প্রার্থীদের দৌড়ঝাঁপ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের। দলীয় মনোনয়ন পেতে উচ্চপর্যায়ে যোগাযোগের জন্য প্রার্থীদের সবাই এখন ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। 

জানা গেছে, বোরহানউদ্দিনের ৭ ইউনিয়নে ২৪ জন সম্ভাব্য প্রার্থী নৌকার মনোনয়ন চেয়েছেন। তাই অনেকে দলীয় টিকিট পেতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে আবার নিজের সমর্থন বেশি দেখানোর জন্য পরিবারের স্থানীয় সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আবার কেউ কেউ গত মঙ্গলবার ঢাকা থেকে মনোনয়ন ফরম কিনে বাড়িতে এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। পরে দুই দিন অবস্থান শেষে গত শুক্রবার আবার ঢাকায় ফিরছেন তাঁরা। 

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী একাধিক প্রার্থী জানান, সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে এবং নৌকার মাঝি হয়ে দেশে ফিরতে ঢাকায় অবস্থান করছেন তাঁরা। আজ রোববার দুপুর ১২টায় ফলাফল ঘোষণা করা হবে। নিজেদের চূড়ান্ত ফলাফল হাতে নিয়ে সন্ধ্যায় বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হবেন। পরবর্তীতে আগামীকাল সোমবার দেশে ফিরে গণসংযোগসহ সব ধরনের প্রচার-প্রচারণা শুরু করা হবে। 

বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার বলেন, আমার পক্ষে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চলছে। দলীয়ভাবে এবারও আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। 

অন্যদিকে, গত ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন এবং নৌকার কাছে হেরেছেন। এবার তাঁরা এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থীরাও এই নির্বাচনে সরকারদলীয় মনোনয়ন চেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই করে কেন্দ্রীয় কমিটিতে নামের তালিকা পাঠানো হয়েছে। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য প্রার্থীদের মনোনীত করা হবে। 

উল্লেখ্য, গত ১০ নভেম্বর বোরহানউদ্দিন উপজেলার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে