হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিনের মাঠে নেই প্রচার-প্রচারণা, নৌকা পেতে ঢাকায় প্রার্থীদের দৌড়ঝাঁপ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের। দলীয় মনোনয়ন পেতে উচ্চপর্যায়ে যোগাযোগের জন্য প্রার্থীদের সবাই এখন ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। 

জানা গেছে, বোরহানউদ্দিনের ৭ ইউনিয়নে ২৪ জন সম্ভাব্য প্রার্থী নৌকার মনোনয়ন চেয়েছেন। তাই অনেকে দলীয় টিকিট পেতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে আবার নিজের সমর্থন বেশি দেখানোর জন্য পরিবারের স্থানীয় সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আবার কেউ কেউ গত মঙ্গলবার ঢাকা থেকে মনোনয়ন ফরম কিনে বাড়িতে এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। পরে দুই দিন অবস্থান শেষে গত শুক্রবার আবার ঢাকায় ফিরছেন তাঁরা। 

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী একাধিক প্রার্থী জানান, সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে এবং নৌকার মাঝি হয়ে দেশে ফিরতে ঢাকায় অবস্থান করছেন তাঁরা। আজ রোববার দুপুর ১২টায় ফলাফল ঘোষণা করা হবে। নিজেদের চূড়ান্ত ফলাফল হাতে নিয়ে সন্ধ্যায় বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হবেন। পরবর্তীতে আগামীকাল সোমবার দেশে ফিরে গণসংযোগসহ সব ধরনের প্রচার-প্রচারণা শুরু করা হবে। 

বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার বলেন, আমার পক্ষে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চলছে। দলীয়ভাবে এবারও আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। 

অন্যদিকে, গত ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন এবং নৌকার কাছে হেরেছেন। এবার তাঁরা এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থীরাও এই নির্বাচনে সরকারদলীয় মনোনয়ন চেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই করে কেন্দ্রীয় কমিটিতে নামের তালিকা পাঠানো হয়েছে। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য প্রার্থীদের মনোনীত করা হবে। 

উল্লেখ্য, গত ১০ নভেম্বর বোরহানউদ্দিন উপজেলার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ