হোম > সারা দেশ > বরিশাল

মেঘনা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ১৫ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার মেঘনার চর মোজাম্মেল সীমানায় জেলেদের ট্রলারে হানা দিয়ে জলদস্যুরা তাঁদের অপহরণ করে।

অপহৃত জেলেদের মধ্যে প্রাথমিকভাবে ১১ জেলের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন, আলাউদ্দিন মাঝি, সালাউদ্দিন, ইউসুফ, হাসান, খোকন, আকবর, মিরাজ, হান্নান, লোকমান মাঝি, হাশেম মাঝি ও আরিফ মাঝি।

স্লুইজ ঘাট ও চৌমুহনী মৎস্য ঘাটের আড়তদার মহিউদ্দিন পোদ্দার, আমিন হাওলাদার ও বাবু মীর এ তথ্য জানান। তাঁরা জানান, তাঁদের ১১ জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। জলদস্যুরা তাঁদের অপহরণ করেছে।

স্থানীয় জেলে ও  আড়তদারেরা জানান, তজুমদ্দিন উপজেলার স্লুইজ ঘাট ও চৌমুহনি মৎস্য ঘাট থেকে ১৫টি ট্রলার মাছ শিকারে যায়। এ সময় জলদস্যু জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ট্রলারের ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, ‘জেলেদের অপহরণের বিষয়টি আমরা শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। আমরা খোঁজ নিচ্ছি।’

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘জলদস্যুরা জেলেদের অপহরণ করেছে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে আমরা জলদস্যুদের খুঁজে বের করার চেষ্টা করছি।’ 

এদিকে অপহৃত জেলেদের পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। 

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ