হোম > সারা দেশ > বরিশাল

মেঘনা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ১৫ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার মেঘনার চর মোজাম্মেল সীমানায় জেলেদের ট্রলারে হানা দিয়ে জলদস্যুরা তাঁদের অপহরণ করে।

অপহৃত জেলেদের মধ্যে প্রাথমিকভাবে ১১ জেলের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন, আলাউদ্দিন মাঝি, সালাউদ্দিন, ইউসুফ, হাসান, খোকন, আকবর, মিরাজ, হান্নান, লোকমান মাঝি, হাশেম মাঝি ও আরিফ মাঝি।

স্লুইজ ঘাট ও চৌমুহনী মৎস্য ঘাটের আড়তদার মহিউদ্দিন পোদ্দার, আমিন হাওলাদার ও বাবু মীর এ তথ্য জানান। তাঁরা জানান, তাঁদের ১১ জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। জলদস্যুরা তাঁদের অপহরণ করেছে।

স্থানীয় জেলে ও  আড়তদারেরা জানান, তজুমদ্দিন উপজেলার স্লুইজ ঘাট ও চৌমুহনি মৎস্য ঘাট থেকে ১৫টি ট্রলার মাছ শিকারে যায়। এ সময় জলদস্যু জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ট্রলারের ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, ‘জেলেদের অপহরণের বিষয়টি আমরা শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। আমরা খোঁজ নিচ্ছি।’

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘জলদস্যুরা জেলেদের অপহরণ করেছে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে আমরা জলদস্যুদের খুঁজে বের করার চেষ্টা করছি।’ 

এদিকে অপহৃত জেলেদের পরিবারে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। 

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা