হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে টয়লেটে রেখে যাওয়া বোমা সরাতে গিয়ে পুলিশসহ আহত ৩

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে একজনের টয়লেটে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা সরাতে গিয়ে পুলিশ সদস্যসহসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বড় কসবা এলাকার একটি বাড়ির টয়লেটে রেখে যাওয়া বোমা আজ মঙ্গলবার সকালে অপসারণ ও নিষ্ক্রিয় করতে গিয়েছিল পুলিশ।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, উপজেলার বড় কসবা গ্রামের মাসুম হাওলাদারের বাড়ির টয়লেটে ব্যাগভর্তি বোমা রেখে যায় কে বা কারা। আজ মঙ্গলবার সকালে গৃহকর্তা মাসুম হাওলাদার টয়লেটে গিয়ে ব্যাগ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। ফোন পেয়ে পুলিশ গিয়ে বোমা অপসারণের কাজ শুরু করে। ব্যাগভর্তি ৬-৭টি বোমা উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখতে গেলে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়ে বালতি উড়ে যায়।

মাজহারুল ইসলাম আরও বলেন, এ সময় বোমার স্প্লিন্টারের আঘাতে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কনস্টেবল মো. মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার গুরুতর জখম হন। খবর পেয়ে আরও পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওসি (তদন্ত) বলেন, অবস্থার অবনতি হলে এসআই কামাল হোসেন ও কনস্টেবল মিজানকে বরিশাল পুলিশ হাসপাতালে ও মাসুম হাওলাদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমায় মোড়ানো লাল কালো টেপ, জারের কাঠি, লোহার পাতসহ বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা