হোম > সারা দেশ > পটুয়াখালী

ঈদ উদ্‌যাপন করছেন কলাপাড়ার ৭ গ্রামের চানটুপি অনুসারীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ার সাত গ্রামের চানটুপি অনুসারীরা ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার জেলার ২১ গ্রামের ২৫ হাজার মানুষ ঈদ উদ্‌যাপন করছেন।

গ্রামগুলোতে আজ সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে। সকাল ৮টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার সদর উপজেলার ৪ গ্রামে, কলাপাড়ার সাত গ্রামে, রাঙ্গাবালীর দুই গ্রামে, গলাচিপার তিন গ্রামে, দুমকির দুই গ্রাম ও বাউফল উপজেলার তিন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়ভাবে তাঁরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতিবছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলমানদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করেন তাঁরা। প্রায় ১০০ বছর ধরে তাঁরা এভাবে ঈদ উদ্‌যাপন করে আসছেন।

কলাপাড়া উপজেলার পৌর শহরের নাইয়া পট্টি এলাকার চানটুপি অনুসারী মৎস্য ব্যবসায়ী মিন্টু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে ফিরনি সেমাই খেয়ে নামাজ পড়তে এসেছি। নামাজ শেষে সবার বাড়িতে যাব, অনেক আনন্দ উপভোগ করব।’ 
 
কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের তত্ত্বাবধায়ক নিজাম উদ্দিন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে কলাপাড়া উপজেলার সাতটি গ্রামের মানুষ বাংলাদেশের এক দিন আগে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করে। তারই ধারাবাহিকতায় উপজেলার সবচেয়ে বড় জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে। বংশপরম্পরায় আমরা এ দায়িত্ব পালন করে আসছি।’

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম