হোম > সারা দেশ > ভোলা

হাসপাতালে অজ্ঞাত নারীর লাশ রেখে চালকের পলায়ন

ভোলা প্রতিনিধি

ভোলা সদর হাসপাতালে অজ্ঞাতনামা এক নারীর লাশ রেখে পালিয়ে গেছেন মাইক্রোবাসের চালক। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় ওই নারীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করতে পারেনি।

নিহত নারীর মরদেহ ভোলা সদরের জেনারেল  হাসপাতালের মর্গে রয়েছে।  শুক্রবার সকাল ৯টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ আজম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই নারীর পরনে ছিল কালো রঙের বোরকা। নাকে ও কানে স্বর্ণালংকার রয়েছে।

এসআই রিয়াজ উদ্দিন জানান, সকাল ৯টার দিকে ওই নারী ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের গোডাউন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভোলা থেকে ইলিশাগামী দ্রুতগামী একটি মাইক্রোবাস ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে মাইক্রোবাসচালক তাঁকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যান ওই চালক।

মাইক্রোবাসটি ভোলা সদর থানায় পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা