হোম > সারা দেশ > পিরোজপুর

রাষ্ট্রকে গোছানো জায়গায় রেখে যেতে দোয়া চাইলেন উপদেষ্টা মাহফুজ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফের মাহফিলে বক্তব্য দেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে, সেগুলো যেন শেষ করতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রকে একটি গোছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি, সে জন্য আপনাদের কাছে দোয়া চাই।’

আজ শুক্রবার জুমার নামাজের আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফের ১৩৫তম ইসালে সওয়াব মাহফিলে দোয়া নিতে এসে উপদেষ্টা এ কথা বলেন।

মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, ‘ছারছিনার পীর সাহেবের নির্দেশে শরিয়ত, তরিকত ও মারেফাত পালনের পাশাপাশি এ দেশে শান্তিশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন।’

বার্ষিক মাহফিল গত বুধবার শুরু হয়। শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাতের মাধ্যমে তা শেষ হয়। ছারছিনা দরবার শরিফের পীর মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন মোনাজাত পরিচালনা করেন। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান প্রমুখ।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি