হোম > সারা দেশ > পিরোজপুর

রাষ্ট্রকে গোছানো জায়গায় রেখে যেতে দোয়া চাইলেন উপদেষ্টা মাহফুজ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফের মাহফিলে বক্তব্য দেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে, সেগুলো যেন শেষ করতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রকে একটি গোছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি, সে জন্য আপনাদের কাছে দোয়া চাই।’

আজ শুক্রবার জুমার নামাজের আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফের ১৩৫তম ইসালে সওয়াব মাহফিলে দোয়া নিতে এসে উপদেষ্টা এ কথা বলেন।

মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, ‘ছারছিনার পীর সাহেবের নির্দেশে শরিয়ত, তরিকত ও মারেফাত পালনের পাশাপাশি এ দেশে শান্তিশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন।’

বার্ষিক মাহফিল গত বুধবার শুরু হয়। শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাতের মাধ্যমে তা শেষ হয়। ছারছিনা দরবার শরিফের পীর মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন মোনাজাত পরিচালনা করেন। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান প্রমুখ।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা