হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে আশপাশের স্থাপনা

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে একটি ঘের থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বাড়িঘর ও আশপাশের স্থাপনা। বালু উত্তোলনকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে পারেন না। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের একটি ঘের থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন একই গ্রামের প্রভাবশালী রুবেল হাওলাদার। গত দুই দিন থেকে অবৈধ ড্রেজার বসিয়ে একই গ্রামের শাহজাহান সরদার ও মিদুল নামে দুজনের যৌথ মাছের ঘের থেকে বালু উত্তোলন করে আসছেন তিনি। এতে মাছের ঘেরটি হুমকির মুখে পরেছে। 

শাহজাহান সরদার ও মিদুল অভিযোগ করে বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। রুবেল মাসের পর মাস অবৈধ ড্রেজার বসিয়ে বিভিন্ন পুকুর, ডোবা ও জলাশয় থেকে বালু উত্তোলন করে ব্যবসা করছেন। এর আগে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দিলে একাধিক মেশিন জব্দ করা হয়। এতে কিছুদিন বালুর ব্যবসা বন্ধ থাকে। গত ২ দিন ধরে পুনরায় এ ব্যবসা শুরু করেছেন তিনি। বালু উত্তোলনের ফলে এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাস্তাঘাট ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই অনতিবিলম্বে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তা অব্যাহত থাকবে। জনস্বার্থে বিঘ্ন ঘটিয়ে কাউকে অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ