হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে আশপাশের স্থাপনা

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে একটি ঘের থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে বাড়িঘর ও আশপাশের স্থাপনা। বালু উত্তোলনকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ কিছু বলতে পারেন না। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের একটি ঘের থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন একই গ্রামের প্রভাবশালী রুবেল হাওলাদার। গত দুই দিন থেকে অবৈধ ড্রেজার বসিয়ে একই গ্রামের শাহজাহান সরদার ও মিদুল নামে দুজনের যৌথ মাছের ঘের থেকে বালু উত্তোলন করে আসছেন তিনি। এতে মাছের ঘেরটি হুমকির মুখে পরেছে। 

শাহজাহান সরদার ও মিদুল অভিযোগ করে বলেন, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। রুবেল মাসের পর মাস অবৈধ ড্রেজার বসিয়ে বিভিন্ন পুকুর, ডোবা ও জলাশয় থেকে বালু উত্তোলন করে ব্যবসা করছেন। এর আগে এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দিলে একাধিক মেশিন জব্দ করা হয়। এতে কিছুদিন বালুর ব্যবসা বন্ধ থাকে। গত ২ দিন ধরে পুনরায় এ ব্যবসা শুরু করেছেন তিনি। বালু উত্তোলনের ফলে এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাস্তাঘাট ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই অনতিবিলম্বে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানাচ্ছি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তা অব্যাহত থাকবে। জনস্বার্থে বিঘ্ন ঘটিয়ে কাউকে অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না।

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ