হোম > সারা দেশ > বরিশাল

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত যুবক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মো. রনি (২৭) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়েছেন। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আহত রনি নলছিটির মোল্লার হাট এলাকার আইয়ুব আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সানুহার গ্রামে পল্লী বিদ্যুতের ২ নম্বর পিলারের ট্রান্সফরমার চুরি করতে যায় রনি ও তাঁর সহযোগীরা। এ সময় বিদ্যুতায়িত হন রনি। 

স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম বলেন, ‘ট্রান্সফরমার চুরি করার সময় টিনের ওপরে বিকট শব্দ হয়। শব্দ পেয়ে ডাক চিৎকার দিলে পিলার থেকে নামার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় রনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. এনামুল হক জানান, এ বিষয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

এ ঘটনায় উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নাই। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা