হোম > সারা দেশ > পটুয়াখালী

নিষেধাজ্ঞার খবরে কলাপাড়ায় মধ্যরাতেও ইলিশ বিক্রির ধুম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

গতকাল বুধবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ বিক্রির শেষ দিন গতকাল সন্ধ্যা থেকে উপকূলের বিভিন্ন স্থানে বসে ইলিশের বাজার। গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পটুয়াখালীর মহিপুর, আলীপুর, কলাপাড়ার স্থায়ী ও অস্থায়ী মাছ বাজারগুলো।

তবে বাজারগুলোতে আগের তুলনায় কিছুটা বেশি দামে ইলিশ বিক্রি হয়েছে বলে দাবি ক্রেতাদের। অন্যদিকে চাহিদার তুলনায় পাইকারি বাজারে ইলিশ না পাওয়ায় স্বল্প লাভে বিক্রি করতে হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। 

গতকাল বুধবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের মাছের বাজারে ইলিশ কিনতে আসেন শিক্ষক মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘আগের তুলনায় আজ ইলিশের দাম কিছুটা বেশি।’

কলাপাড়া পৌর শহরের মাছ বিক্রেতা মাহবুব মিয়া বলেন, সরবরাহ কম থাকায় বেশি দামে ইলিশ কিনতে হয়েছে। তাই স্বল্প লাভে বিক্রি করতে হচ্ছে। 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, গতকাল মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। অবরোধকালীন জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। 

অপু সাহা আরও বলেন, জেলেদের সচেতন করতে ইতিমধ্যে কয়েকটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। অবরোধ সফল করতে অভিযান শুরু করা হয়েছে। কেউ এ আইন অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ