হোম > সারা দেশ > পটুয়াখালী

মোবাইল ফোন চাওয়ায় মায়ের বকাঝকা, এসএসসি পাস শিক্ষার্থীর আত্মহত্যা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলায় চলতি বছর এসএসসি পাস করা এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নিশাত (১৬) একই গ্রামের মো. হেমায়েত উদ্দিন প্যাদার মেয়ে। সে এবার এসএসসি পাস করেছে। 

নিশাতের ফুফাতো ভাই রাকিব হোসেন আজকের পত্রিকাকে বলেন, নিশাতের মা সকালে দেবরের নির্বাচনী ক্যাম্পিং করার জন্য বাসা থেকে বের হন। নিশাত বাসায় একা থাকে তাই মায়ের কাছে মোবাইল চায়। মোবাইল না দিয়ে মেয়েকে বকাঝকা করে ক্যাম্পিংয়ে চলে যান। ক্যাম্পিংয়ে থাকা অবস্থায় তাঁর ছোট মেয়ে মোবাইল করে বলে ঘরের দরজা জানালা বন্ধ বাসায় আসতে বলা হয়। তখন নাজমা বেগম তাঁর স্বামী হেমায়েত উদ্দিনকে বিষয়টি জানান। 

তখন হেমায়েত বসায় এসে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখেন নিশাত ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তিনি ডাক চিৎকার করলে এলাকার লোকজন এসে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবিদা নাসরিন জিতু নিশাতকে মৃত ঘোষণা করেন। 

নিশাতের বাবা হেমায়েত উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছোট ভাই সাখাওয়াত হোসেন শওকত চেয়ারম্যান পদে উপজেলা নির্বাচন করছে। তার নির্বাচনী প্রচারে আমি, আমার স্ত্রী, আমার ছেলে যাই। ফোন পেয়ে এসে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আছে মেয়ে নিশাত।’ 

তিনি বলেন, ‘আমার মেয়ের এ বছর এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। ওর জিনগত সমস্যা ছিল। এ বিষয় নিয়ে ফকির দিয়ে চিকিৎসা করিয়েছি। ঠিকও হয়। মাঝেমধ্যে বলত আমাকে পেছন থেকে কে যেন ডাকে।’ 

দশমিনা হাসপাতালের চিকিৎসক আবিদা নাসরিন জিতু বলেন, নিশাতকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শুনে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা