হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ৩০০ জনকে ঈদ উপহার দিলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নিজ উদ্যোগে ৩ শতাধিক দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে নগরের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ উপহার প্রদান করা হয়েছে। 

এ সময় মেয়র খোকন এই ঈদে সমাজের বিত্তবানদের দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘যত দিন মেয়র থাকব তত দিন মানুষের পাশে থাকব।’ 

ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা এক কর্মী জানান, ৩০০ দুস্থের মাঝে মেয়র রোজার ইফতার সামগ্রী এবং ঈদ উপহার হিসেবে শাড়ি ও লঙ্গি বিতরণ করেছেন। 

নগরের হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে আসা এক বৃদ্ধ বলেন, ‘আমি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেয়ারটেকারের কাজ করি। সিটি মেয়র রোজায় যে সহায়তা করলেন তা আমার খুব উপকারে আসবে।’

বাংলাবাজার থেকে আসা সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা বলেন, ‘এই ঈদে একখানা কাপড় পেলাম। মেয়রের এই উপহার পেয়ে আমি ভীষণ খুশি।’ 

উপহার সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আফজালুল করিম, সাবেক সভাপতি রেজাউল হক হারুন প্রমুখ।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ