বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ আকনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সবুজের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সবুজের বিরুদ্ধে ১৯ মে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর মা। ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ রাকিবুল ইসলাম মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য নগরীর কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার পর বাদী ও ভুক্তভোগী অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে বাদীর আইনজীবী কামরুজ্জামান অভিযোগ করেছেন।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান, আদালতের নির্দেশনা তিনি এখনো পাননি। পেলে আদেশ মোতাবেক আইনগত ব্যবস্থা নেবেন।