হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে লঞ্চ থেকে পড়ার ৩ দিন পর তরুণের লাশ উদ্ধার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর শাখানদী বুড়াগৌরঙ্গতে লঞ্চ থেকে পড়ে যাওয়ার তিন দিন পর মো. সাইফুলের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার চঙ্গারচর এলাকায় তেঁতুলিয়া নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

সাইফুল পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছোট ছেলে। তিনি শুক্রবার ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। তিনি বলেন, ‘সাইফুলের লাশ উদ্ধার করে দশমিনা থানায় আনা হয়েছে। তাঁর স্ত্রী মোসা. তানিয়া বেগম ও তাঁর বড় ভাই বাদশা লাশ শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’ 

নিহতের পরিবারের লোকজন জানান, ঢাকা থেকে পায়রাবন্দর যাওয়ার পথে শুক্রবার ভোরে এম ভি পূবালী-৫ লঞ্চ থেকে উপজেলার চরভুতম নামক এলাকায় বুড়াগৌরঙ্গ নদীতে সাইফুল পড়ে যান। ওই লঞ্চের লোকজন ঘণ্টাব্যাপী নদীতে তাঁকে খোঁজ করেন। পরে দশমিনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালায়, কিন্তু তাঁর সন্ধান মেলেনি। তিন দিন খোঁজ করার পর আজ সকালে তেঁতুলিয়া নদীতে ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে নৌ-পুলিশ লাশ উদ্ধার করে দশমিনা থানায় হস্তান্তর করে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা