বরিশালের মুলাদিতে বাবা ও দাদার হাত ফসকে গাছের গুঁড়ি পড়ে আলিফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকালেখান মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ চরকালেখান গ্রামের আল আমিন মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, নিজেদের প্রয়োজনে ওই দিন বিকেলে আল আমিন একটি মেহগনি গাছ কাটেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ও তাঁর বাবা আজাহার মাতুব্বর গাছের একটি গুঁড়ি রাস্তা থেকে সরিয়ে রাখার চেষ্টা করছিলেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা আলিফকে সরে যেতে বলা হলেও সে বেশি দূরে যায়নি।
একপর্যায়ে গাছের গুঁড়ি ফসকে গিয়ে আলিফের ওপর পড়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী মাইনুল হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। গাছের গুঁড়ির চাপায় সে মারা যায়।