হোম > সারা দেশ > বরিশাল

অর্থ আত্মসাতের অভিযোগ: বরিশাল ডাক বিভাগের ২ কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ডাক বিভাগের দুই কর্মচারীকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন সাব পোস্ট মাস্টার সহিদুল ইসলাম ও আর্মগার্ড আলাউদ্দিন। সম্প্রতি তাদের বরখাস্ত করেছেন বরিশালের প্রধান পোস্ট মাস্টার আবদুর রশিদ। 

তিনি বলেন, গ্রাহকদের অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ পাওয়ার পর বিভাগীয় তদন্ত হয়। তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

জানা গেছে, সহিদুল ও আলাউদ্দিন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের পোস্ট অফিসে কর্মরত ছিলেন। তখন পোস্ট অফিসে লাভজনক ডিপোজিট বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেন। ওই টাকা জমা না দিয়ে তারা আত্মসাৎ করেন। এতে মোট টাকার পরিমাণ ৮ কোটি টাকা হবে বলে জানা গেছে। 

প্রতারিত কয়েকজন গ্রাহক বিষয়টি পোস্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে লিখিত অভিযোগ করেন। ডাক বিভাগের খুলনা কার্যালয়ের একটি দল তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে সহিদুল ও আলাউদ্দিনকে বরখাস্ত করা হয়। তবে সহিদুল টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেছেন, ‘প্রধান পোস্ট মাস্টার অন্য কারণে ক্ষুব্ধ হয়ে তাকে সাময়িক বরখাস্ত করেছেন।’

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা