হোম > সারা দেশ > বরগুনা

দোকান লিখে না দেওয়ায় ছেলের প্রহারে হাসপাতালে বাবা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ছেলেকে দোকান লিখে না দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দোকানের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

শাহাবুদ্দিন হাওলাদার জানান, তিনি  দীর্ঘদিন ধরে কৃষি ব্যাংকের বরগুনা শাখায় কর্মরত। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী ও কন্যাকে নিয়ে চরকলোনি এলাকায় বসবাস করেন। তানভির আহমেদ লিমন তাঁর প্রথম স্ত্রীর সন্তান। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করার লিমন তাঁর বাবার ওপর ক্ষিপ্ত ছিলের। বরগুনা শহরের সিলভার পূর্তিতে শাহাবুদ্দিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন লিমন। অনেক দিন ধরেই দোকানটি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করছিল লিমন। কিন্তু ছেলের প্রস্তাবে রাজি হননি বাবা শাহাবুদ্দিন।

এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১০টার দিকে লিমন বাবার দোকানে এসে তাঁর বাবাকে আবারও দোকান লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু শাহাবুদ্দিন তাতে অস্বীকৃতি জানালে লিমন তাঁকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে মারতে রাস্তায় ফেলে ফেলে দিয়ে স্থান ত্যাগ করে।

এ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে বাসা থেকে বের হলে লিমন আমাকে গাড়ি চাপা দিতে চায়, ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। এরপর আমি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এলোপাতাড়ি মারধোর শুরু করে। আমি স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তাঁদের পরামর্শে থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি।’ 

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম