হোম > সারা দেশ > বরিশাল

সমাবেশের আগে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে পুলিশের তল্লাশি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

আগামী শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এর তিন দিন আগে থেকেই বরগুনার বেতাগীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। প্রত্যেকদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে তল্লাশি অভিযান।

পুলিশের দাবি, নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে অভিযানের অংশ হিসেবে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে তারা। তবে ভুক্তভোগী পরিবার বলছে, পুলিশ তল্লাশির নামে হয়রানি করছে।

বেতাগী উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক হ‌ুমায়ূন কবির মল্লিক, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক দুলাল; মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন লাভলু, নেছার খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল; গতকাল বুধবার রাতে পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব মিজানুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বেলালসহ শীর্ষ নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় পুলিশ তাদের কাউকেই বাড়িতে পায়নি।

বেতাগী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শিক্ষক ট্রেনিংয়ের জন্য বরিশালে অবস্থান করছি। কিন্তু গতকাল রাতে পুলিশ এসে আমার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে। এতে আমার বাড়িতে থাকা স্ত্রী ও মেয়ে অনেক ভয় পায়।’

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হ‌ুমায়ূন কবির মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী শনিবার অনুষ্ঠিত বরিশালের বিভাগীয় কর্মসূচি বানচাল করতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। গত তিন দিন যাবৎ গভীর রাত থেকে ভোররাত পর্যন্ত উপজেলার পৌর শহরের বিভিন্ন এলাকায় বিএনপির জ্যৈষ্ঠ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। তবে পুলিশ এসব অভিযান চালিয়ে আমাদের সমাবেশে যাওয়াতে বাধা দিতে পারবে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক বেতাগী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মীরা বলেন, ‘বিএনপির দলীয় বড় কোনো কর্মসূচি কিংবা নির্বাচন এলেই পুলিশের এমন তল্লাশি অভিযান শুরু হয়। গ্রেপ্তার এড়াতে তখন বাড়ি ছেড়ে আমাদের অন্যত্র অবস্থান করতে হয়।’

তল্লাশি অভিযানের বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদে জানতে পারি বিএনপির কিছু নেতা-কর্মী নাশকতার জন্য বাড়িতে অস্ত্র মজুত রেখেছেন। অভিযোগের সত্যতা যাচাই করতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে অভিযানে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এ ছাড়া বিএনপির কোনো নেতা-কর্মীকেও গ্রেপ্তার করা হয়নি।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা