হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈঠক। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আবারও মাঠে নামছেন। ৩ দফা দাবি নিয়ে সোমবার (২১ এপ্রিল) তাঁরা ক্যাম্পাসে অবস্থান নেবেন। দাবি বাস্তবায়নে আজ রোববার ক্যাম্পাসে বৈঠক করেন সাধারণ শিক্ষার্থীরা।

বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানান, দাবি ৩টি হচ্ছে অধ্যাপক মুহসিন উদ্দীনকে স্বপদে বহাল, আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অপসারণ।

বৈঠকে উপস্থিত ববি ইতিহাস বিভাগের ছাত্র মো. মোশারফ হোসেন বলেন, সভায় সাধারণ ছাত্ররা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সেই অনুযায়ী ওই ৩টি বিষয়ে একমত হয়েছেন।

লোক-প্রশাসন বিভাগের ছাত্র মোকাম্মেল বলেন, ছাত্ররা প্রাথমিকভাবে এই ৩টি দাবি বাস্তবায়নে একমত হয়েছেন। রাতেই তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। সে অনুযায়ী সোমবার বেলা ১১টার পর বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করবেন।

জানা গেছে, ববির একমাত্র অধ্যাপক মুহসিন উদ্দীনকে সম্প্রতি সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে আইনবহির্ভূতভাবে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তা ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলার হুমকি দেওয়া তৎকালীন প্রক্টর কাইউম উদ্দিনকে গত সপ্তাহে গুচ্ছ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ পদে রাখেন। ছাত্ররা এরও প্রতিবাদ জানান।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি